বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৭:২৭ অপরাহ্ন
খবরের আলো :
বোয়ালখালীতে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ চট্টগ্রামের বোয়ালখালীতে ৮০ পিচ ইয়াবাসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে বোয়ালখালী থানা পুলিশ। বোয়ালখালী থানার উপ-পরিদর্শক পীষুষ চন্দ্র সিংহ জানান, ইয়াবা বিক্রির সময় জৈষ্ট্যপুরা ভাঙ্গা পুকুর ঘাট এলাকা থেকে শনিবার (১৬ মার্চ) বিকেলবেলা উপজেলার জৈষ্ঠ্যপুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় পুলিশ তাদের থেকে ৮০ ইয়াবা ও ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করে। গ্রেপ্তারকৃত ২জন হল বোয়ালখালী উপজেলার সারোয়াতলী খিতাপচর এলাকার শাহ আলমের ছেলে শাহীনুর আলম (৩৩) প্রকাশ লিটন ও শ্রীপুর খরণদ্বীপের বাবুলের ছেলে মো. খোকন (২৫)। এ ব্যাপারে বোয়ালখালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।