বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৮:০৯ অপরাহ্ন
খবরের আলো :
মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর ,(গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে স্ত্রী হারানোর শোকে শশুর বাড়ীতে প্রান গেলো জামাইয়ের।
(১৬ মার্চ) শনিবার ভোর রাতে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল আউয়াল (৩২) উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুরি গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে।
স্বজনদের বরাত দিয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এস আই) রাজিব সাহা জানান, গত ৮ বছর পূর্বে বারতোপা এলাকার শফিকুল ইসলামের কন্যা মনিরা খাতুন (২২) এর সাথে বিয়ে হয় সৌদি প্রবাসী আব্দুল আউয়ালের। তাদের দাম্পত্য জীবনে ৫ বছরের একটি ছেলে রয়েছে। কিন্তু গত কয়েক দিন আগে ওই সন্তান রেখে উধাও হয় স্ত্রী মনিরা। তাকে খোঁজতে খোঁজতে গতকাল শশুর বাড়ীতে আসেন জামাই আব্দুল আউয়াল। রাতে স্ত্রীর চাচাত ভাই আরাফাতের ঘরে ঘুমায় সে। রাত সাড়ে ৩টা হঠাৎ তার শরীর খারাপ হলে তাকে মাওনা আলহেরা হাসপাতালে আনার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের দাবি এটা হত্যাকান্ড। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা তাৎক্ষনিক ভাবে জানা যায় নি। ময়নাতদন্তের পর উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী আইনী প্রক্রিয়া গ্রহন করা হবে