শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ১১:১৩ অপরাহ্ন
খবরের আলো :
হিলি (দিনাজপুর) প্রতিনিধি : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, র্যালী, আলোচনা সভা ও কেক কেটে দিনাজপুরের হিলিতে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
দিবসটি পালনে গতকাল রোববার সকাল ৮ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের পর র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ওসি আনোয়ার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলীসহ আরো অনেকে।