বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০৯:০১ পূর্বাহ্ন
খবরের আলো রিপোটঃ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের বগাচড়া গ্রামের বাসিন্দা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গেরিলা কমান্ডার গ্রুপ নং- ৩২ সেক্টর নং -১ এর কমান্ডার মোহাম্মদ আবুল হোসেন (৭২) মারা গেছেন। তিনি দীর্ঘদিন যাবত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীন ছিলেন। গতরাত ১৬ মার্চ (শনিবার) ৩টার সময় তিনি চমেক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, তিন পুত্র,চার মেয়েসহ অসংখ্য আত্নীয়- স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং আত্মার শান্তি কামনা করে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বোয়ালখালী উপজেলার বিভিন্ন রাজনৈতিক, মুক্তিযোদ্ধা, মহলের ব্যক্তি বর্গগণ। আজ (রোববার) বিকেল ৫ টায় উপজেলার খরন্জপাড়া জামে মসজিদ ময়দানে তার জানাজার নামায অনুষ্ঠিত হবে।