আটককৃত মোঃ রেজাউল মন্ডল গাইবান্ধা জেলার সদর থানার গয়েসপুর পূর্বপাড়া এলাকার মুনসুর আলীর ছেলে।
এ ব্যাপারে আশুলিয়ার থানার (এসআই) মনিরুজ্জামান মোল্লা বলেন জাল টাকা লেনদেন হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার নিকট হতে দুটি খাকী কালারের খামের ভিতার থেকে এক হাজার টাকা দুইশত নোট পাওয়া যায়।
এ ব্যাপারে রোববার (১৭ মার্চ) আশুলিয়া থানার (ওসি) মোহাম্মদ রেজাউল হক দিপু সাংবাদিকদের নিয়ে একটি প্রেস ব্রিফিং করেছেন, এসময় তিনি জানান, আমরা রেজাউল মন্ডলের কাছ থেকে দুই লক্ষ জাল টাকাসহ আটক করেছি। এই জাল টাকা তৈরীর মেশিন উদ্ধার ও দলের সকল সদস্যকে আটকের চেষ্টা করছি।
এ সময় তিনি আরো জানান , এই টাকা তারা বিভিন্ন মার্কেটে ক্রয় বিক্রয় ও মাদক ব্যবসায় বেশি ব্যবহার করেন করে থাকেন এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান।