বুধবার, ০৩ মার্চ ২০২১, ১২:৩২ পূর্বাহ্ন
খবরের আলো :
হিলি (দিনাজপুর) প্রতিনিধি : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহন করা হবে আগামীকাল ১৮ মার্চ সোমবার। এই ধাপে দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সামগ্রী পাঠানো হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল থেকে উপজেলা নির্বাচন অফিস থেকে ব্যালট পেপার, ভোট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী গ্রহন করেন ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসাররা।
এ সময় সহকারী রিটানিং অফিসার ও হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, নির্বাচন কর্মকর্তা মোকদ্দেস আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহকারী রিটানিং অফিসার ও হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম বলেন, এবার হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচনে ২৫ টি কেন্দ্রে ভোট গ্রহন করা হবে। প্রতিটি কেন্দ্রে ১২ জন করে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে র্যাব ও বিজিবি মোতায়েন থাকবে।