রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৫:০৪ পূর্বাহ্ন
খবরের আলো :
শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ : সাতক্ষীরা সদরের নলকুড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে নলকুড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রতি বছরের ন্যায় নলকুড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমিটির আয়োজনে নলকুড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মো. সাইফুল হাসান খোকনের সভাপতিত্বে বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনেওয়াজ। ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন ও হাদিস থেকে তাফসির বয়ান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাচ্ছিরে কোরআন চ্যানেল নাইন ও আরটিভি’র ইসলামী আলোচক হযরত মাওলানা এনামুল হাসান বীন-নূর (ঢাকা), বিশেষ বক্তা হিসেবে ওয়াজ মাহফিলে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন ও হাদিস থেকে তাফসির বয়ান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাচ্ছিরে কোরআন বাংলাদেশ জাতীয় মুফাসসির ঢাকা মহানগর দাওয়াহ্ বিষয়ক সম্পাদক ও চ্যানেল আরটিভি’র নিয়মিত ইসলামী আলোচক ও নলকুড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমিটির সভাপতি হাফেজ মাওলানা মো. মনোয়ার হোসাইন মোমিন। এছাড়াও স্থানীয় ওলামায়েকেরাম গন তাফসির বয়ান করেন। এ সময় ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন, এড. সিরাজুল ইসলাম, ১৩নং লাবসা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. গোলাম কিবরিয়া বাবু, নলকুড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক শেখ আমিনুর হোসেন, সাবেক সভাপতি মো. জিয়াদ আলী, সাংবাদিক মাহফিজুল ইসলাম আক্কাস, শেখ শফিকুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় নলকুড়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার ২ জন হাফেজকে পাগড়ি প্রদান করেন অতিথিবৃন্দ। মাহফিলের সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নলকুড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান।