বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০২:৫০ পূর্বাহ্ন
খবরের আলো :
মো. আসাদ মাহমুদ, দোহার-নবাবগঞ্জ(ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় শিক্ষার্থীদের সাথে দোহার থানা পুলিশের সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলার কাটাখালী মিছের খান উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ সচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্কুল প্রধান শিক্ষক অহিদুল ইসলাম খান (অনু) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান, দোহার থানার সেকেন্ড অফিসার সৌমেন মৈত্র, আমিনুল ইসলাম মানিক, শামসুল হক, মাসুদ খান, জুলহাস উদ্দিন, ইকতিয়ার খান, রাকিবুল হাসান সোহেল প্রমুখ।
এ সময় ওসি সাজ্জাদ হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাদক ও সন্ত্রাসের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স কার্যক্রম চালিয়ে যাচ্ছি। মাদকের ব্যাপারে কাউকে কোন ছাড় দেওয়া হবে না।