বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০৫:৪৬ পূর্বাহ্ন
খবরের আলো :
মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ আব্দুল জলিলের নৌকা প্রতীকের প্রচার-প্রচারণা জমজমাট হয়ে ওঠছে। সাধারণ ভোটারদের কাছে প্রতিনিয়িত ছোটছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিল ও তার সর্মথকরা।তাঁর সাথে আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীরা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চিত্র তোলে ধরে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানাচ্ছেন। সাধারণ ভোটারদের নৌকার পক্ষে অবস্থান এখন দৃৃশ্যমান।
আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিল বর্তমান উপজেলা চেয়ারম্যান। পাঁচ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক উন্নয়ন করেছেন। এ কারণে নৌকা প্রতীকের প্রতি সাধারণ ভোটারদের একটু বেশি আস্তা রয়েছে। এতে নৌকার জয়ে অনেকটা নিশ্চিত চেয়ারম্যান প্রার্থী ও তাঁর কর্মী সমর্থকরা।
নৌকার চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিল বলেন, তাঁর বিশ্বাস আগামী (২৪ মার্চ) নির্বাচনে নৌকা মার্কা বড় জয়ের পথে। আমাদের আওয়ামীলীগের ভাই, বোনেরা ও সাধারণ ভোটাররা, একটি শান্তিপূর্ণ ও সফল নির্বাচন নিশ্চিত করে নৌকা প্রতীককে জয়ী করবে। সকল জনমত জরিপ বলছে নৌকার বিপক্ষে এখনো আমাদের চেয়ে প্রচারণায় অনেক পিছিয়ে রয়েছে। জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।
শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কামান্ডার বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক বলেন, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের শক্ত ঘাঁটি। এখানে স্বাধীনতার পর থেকে নৌকার প্রতীক অথবা আওয়ামীলীগের সমর্থিত প্রার্থীরা জয়ী হয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। আসন্ন উপজেলা নির্বাচনে নৌকার জয়ে কোন বাঁধা নেই। বর্তমান উপজেলা চেয়ারম্যানের অসমাপ্ত উন্নয়নকে সমাপ্ত করতে সাধারণ ভোটাররা তাকে আবার ভোট দিবে এতে কোন সন্দেহ নেই।
এমন প্রত্যাশা করে শ্রীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ ও দলীয় নেতাকর্মীরা নৌকার জয়ের পথে কোন বাঁধা নেই বলে মন্তব্য করেছেন।