মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৫:১২ অপরাহ্ন
খবরের আলো :
শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং সফল রাজনীতিবিদ ওবায়দুল কাদের এমপির রোগমুক্তি কামনায় বুধবার সকাল ৯ টায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)’র চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমানের নির্দেশে ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)’র খুলনা বিভাগীয় উপ-পরিচালক (ইঞ্জিন) মোঃ জিয়াউর রহমানের দিক-নির্দেশনায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মিলাদ মাহফিলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করা হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিন) মোঃ নাসিরুল আরিফিন, মেকানিক্যাল এ্যাসিসট্যান্ট মোঃ আবু জামাল, অফিস সহকারী মোঃ নাসির উদ্দিন, সিল মেকানিক শেখ আমিনুর হোসেন, অফিস সহায়ক মোঃ আব্দুল গফফার। আরো উপস্থিত ছিলেন মোঃ শামীম হোসেন, মোঃ জিয়াদ আলী, মোঃ শরীফুর রহমান শরীফ, মোঃ নাজমুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম, মোঃ নাজমুলসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম কারি মোঃ শরিফুল ইসলাম।