শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৯:২৭ পূর্বাহ্ন
খবরের আলো ডেস্ক :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ফের নিশ্চিত করে বলেছেন, ভেনিজুয়েলার সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে সব ধরনের পদক্ষেপের কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। খবর এএফপি’র।
হোয়াইট হাউসে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের সামনে এখন সব ধরনের পথই খোলা রয়েছে।’
তিনি আরো বলেন, ‘ভেনিজুয়েলায় যা হচ্ছে তা অত্যন্ত লজ্জাজনক। দেশটিতে ঋণ, ধ্বংস ও ক্ষুধা ছাড়া আর কিছুই নেই।’
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর সাথে আয়োজিত এক বৈঠকে ট্রাম্প এসব কথা বলেন। জাইর মাদুরোর ওপর চাপ প্রয়োগে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্র ও ব্রাজিলসহ বিশ্বের ৫০টির বেশি দেশ ভেনিজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে দেশটির জাতীয় পরিষদের প্রধান বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদোকে স্বীকৃতি দিয়েছে।
গত দেড় মাসের বেশি সময় ধরে ভেনিজুয়েলায় চরম রাজনৈতিক অস্থিরতা চলছে।