মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০২:০৪ অপরাহ্ন
খবরের আলো ডেস্ক :
বলিউড-হলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস জানালেন, স্ত্রী হিসেবে তিনি ‘ভয়াবহ’। কারণ তিনি রান্না করতে জানেন না। শুধু ডিম ভাজতে পারেন। সম্প্রতি এ নায়িকা হাজির হয়েছিলেন এবিসি চ্যানেলের চ্যাট শো ‘দ্য ভিউ’তে। সেখানে আমেরিকান পপ-গায়ক নিক জোনাসের সঙ্গে সম্পর্কে জড়ানো, বিয়ে থেকে মিউজিক ভিডিওতে মডেল হওয়াসহ নানা বিষয়ে কথা বলেন।
প্রিয়াঙ্কা বলেন, আমি রাঁধতে পারি না। যখন আমাকে বিয়ের প্রস্তাব দেয় তখনই জানিয়ে দিই।
বরকে জানান, দক্ষিণ ভারতীয় মায়েরা দারুণ সব খাবার তৈরি করতে পারে। কিন্তু তিনি সে ধরনের নারী নন।
৩৬ বছর বয়সী অভিনেত্রী ওই অনুষ্ঠানে জানান, একটি মাত্র বিষয় তিনি জানেন। আর তা হলো- কীভাবে ডিম ভাজতে হয়।
প্রিয়াঙ্কার কথা শুনে নিক বলেছিলেন, ঠিক আছে। আমিও পারি না।
‘ফ্যাশন’-খ্যাত তারকার সঙ্গে নিকের বিয়ের হয় ডিসেম্বরে, ভারতে রাজস্থানে। এরপর মুম্বাইয়ে জমকালো আয়োজনের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
নিক ও ভাইদের মিলিত ব্যান্ড জোনাস ব্রাদার্সের সাম্প্রতিক মিউজিক ভিডিও ‘সাকার’-এ দেখা গেছে প্রিয়াঙ্কাকে। আরও ছিলেন কেভিন জোনাস ও তার স্ত্রী ডানিয়েল, জো জোনাস ও তার বাগদত্তা ‘গেম অব থ্রোনস’ তারকা সোফি টার্নার।
প্রিয়াঙ্কা জানালেন, খাবারের টেবিলে বসে গানটি নিয়ে আলোচনা হচ্ছিল। ভিডিওতে নারী চরিত্রে কারা থাকবে প্রসঙ্গটি আসতেই গায়কেরা তাদের প্রস্তাব দেন।