সোমবার, ০১ মার্চ ২০২১, ০৩:০৭ পূর্বাহ্ন
খবরের আলো :
আমতলী(বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব জিএম দেলওয়ার হোসেন পৌর শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরন করেছেন।
আগামী ৩১ মার্চ আমতলী উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জিএম দেলওয়ার হোসেন বুধবার ৭টি ইউনিয়নের কয়েক হাজার জনসাধারন আওয়ামী লীগ নেতা-কর্মীদের সাথে নিয়ে পৌর শহরের নতুন বাজার বাঁধঘাট, বটতলা, একে স্কুল চৌরাস্তা, আলহেলাল মোড়, এবিএম চত্ত¡র, লঞ্চঘাট এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরন করেন। এ সময় তার সাথে ছিলেন প্রভাষক আবুল হোসেন বিশ্বাস, ইউপি সদস্য বশির উদ্দিন হাওলাদার, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর জিএম মুছা, উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসান, ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন সবুজ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম বিশ্বাস, পৌর ছাত্রলীগ সভাপতি জুয়েল মিয়া প্রমুখ।