শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০১:১৯ অপরাহ্ন
খবরের আলো :
মোঃ আয়ুব হোসেন পক্ষী,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল কাস্টমস হাউস সুত্রে জানা যায় গত ১৩ ইং মার্চ পন্য বোঝাইসহ একটি ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে । পন্য বোঝায় ট্রাকটিতে মিথ্যা ঘোষনা দিয়ে পন্য বোঝাই ট্রাকটি স্থল বন্দরের ১ নং শেডে এসে দাড়ালে আগে থেকেই গোপন সংবাদ পেয়ে বেনাপোল কাস্টমস হাউসের ইনভেষ্টিগেশন রিসার্চ এন্ড ম্যানজমেন্ট(আইআরএম)এর একটি অভিজ্ঞ দল ঐ ভারতীয়(ঘষড়ষধপ-৬৬৫৪) নং এর ট্রাকটি ফলো করতে থাকে। ট্রাকটি’র কিছু পন্য স্থল বন্দরের ৯ নং শেডে নামায়, অবশিষ্ট বাকী পন্য দিয়ে পুনরায় ১ নং শেডের সামনে রেখে ড্রাইভার পালিয়ে যায়। বর্তমান ট্রাকটি বেনাপোল কাস্টমস হাউসের আটক শাখায় রক্ষিত আছে।
আটককৃত ট্রাকের পন্যের গাঁয়ে গ্যাম্বেল বাংলাদেশ প্রাঃ লিঃ লেখা ইস্টিকার দেখে কাস্টমস কর্ত্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগ করলে ঐ ট্রাকের মালামাল গুলি তাদের নয় বলে জানান। মালামালের পরিমান ৬৫১ কার্টুনে মোট ৭৮১২ টি জিলেট সেভিং ফোম এর বোতল পাওয়া যায়। যার শুল্কায়ন যোগ্য ওজন ৩২৬৫.৪১৬ কেজি।
এব্যাপারে স্থানীয় সাংবাদিকরা কিছু জানতে চাইলে বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসাইন চৌধুরী আটক পণ্যের সত্যতা স্বীকার করেন এবং পন্য সহ ট্রাকটি নিলামে দেওয়ার চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করেছেন বলে তিনি জানান।