খবরের আলো :
শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: সাতক্ষীরায় বিনা কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাত সমূহের পরিচিতি, আধুনিক চাষাবাদ পদ্ধতি, বীজ উৎপাদন ও সংরক্ণ শীর্ষক উপসহকারি কৃষি অফিসারবৃন্দের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র সাতক্ষীরার আয়োজনে এবং এসআরএসডি’র সহযোগিতায় বিনা উপকেন্দ্র ট্রেনিং হলরুমে বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আল-আরাফাত তপু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. নুরুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন, কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. অলি আহমেদ ফকির প্রমুখ। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের ১৭টি ফসলের ১০১টি জাত উদ্ভাবন ও সম্প্রসারণ যোগ্য জাতগুলো নিয়ে জেলার ৭টি উপজেলার ৭০ জন উপসহকারি কৃষি কর্মকর্তাদের সমন্বয়ে এ জাত সমূহের বিনা উদ্ভাবিত উন্নত জাত ও প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া ধান, গম, সরিষা, চিনাবাদাম তিলসহ বিভিন্ন ফসল বিনা ৭ আগাম আমন, বিনা ধান ৮-১০ লবণাক্ত সহিষ্ণু বিনা ধান ১১-১২ জলমগ্ন, বিনা ধান ১৩ সুগন্ধি, বিনা ধান ১৪ নাবী বোরো, বিনা ধান ১৫ রপ্তানী যোগ্য, খরা সহিষ্ণু জিংক সমৃদ্ধ, লবণাক্ত সহিষ্ণু বিভিন্ন জাত সমূহ নিয়ে প্রশিক্ষণে আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিনা উপকেন্দ্রে বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুম সরদার।