মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ১২:১৫ অপরাহ্ন
খবরের আলো :
আমতলী (বরগুনা)প্রতিনিধি: আমতলী আঁচল ইন্টারন্যাশনাল আইডিয়াল স্কুলের দুই দিন ব্যাপী ১৪তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্ধোধন।
বৃহস্পতিবার সকাল ৯ টায় আমতলী মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্কুলের নির্বাহী পরিচালক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জিএম দেলওয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম শাহাজাদা আকন।
বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর জিএম মুছা, কাউন্সিলর আবুল বাশার রুমী, রিয়াজ উদ্দিন মৃধা, মোয়াজ্জেম হোসেন ফরহাদ, এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন, আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন, স্কুলের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আঃ রশিদ খান, প্রধান শিক্ষক আবদুল মান্নান শিকদার, জাকির হোসেন খান, সফিকুল ইসলাম, আলম মল্লিক, দেলোয়ারা বেগম, শিক্ষক সুলতান মাহমুদ প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্ধোধনী সংগীত ও মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন করে।