বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ১১:৪৩ পূর্বাহ্ন
খবরের আলো রিপোটঃ
রং আর নাম পাল্টে নতুন করে আবার রাস্তায় বাস নামানোর চেষ্টা ব্যর্থ হয়ে গেছে সুপ্রভাত পরিবহণের। ঘটনা জানাজানি হয়ে গেলে ডিপো থেকে সব বাস সরিয়ে নিয়েছে তারা। জানা গেছে, যে বাসটি গেল সোমবার বিইউপি’র মেধাবী ছাত্র আবরার আহমেদ চৌধুরীরর জীবন কেড়ে নেয়- সেই সুপ্রভাত পরিবহণের রুট পারমিট তো ছিলোই না, এর বিরুদ্ধে ২৭টি মামলাও চলছিল।
সুপ্রভাত পরিবহণের বাসের চাপায় মারা যান বিইউপি’র ছাত্র আবরার আহমেদ চৌধুরী। তাকে চাপা দেয়ার একটু আগেই থাক্কা দেয় আরেক পথচারী তরুণীকে।
সহপাঠির মৃত্যুতে ক্ষোভ সড়ক অবরোধ। বের হয় সুপ্রভাত পরিবহণের নানা কাহিনী।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানান, ‘সুপ্রভাত পরিবহণের বাসটির ঢাকায় চলাচলের অনুমতি ছিলো না। বাসটির ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া সড়কে চলাচলের পারমিট ছিলো। শুধু তাই নয়, ওই বাসটির বিরুদ্ধে ২৭ বার মামলা দেয়া হয়েছিল।এরপরও কেন বাসটি রাস্তায় চলছে-প্রশ্ন তোলেন স্বয়ং ডিএমপি কমিশনার।
সুপ্রভাতের ডিপো গাজীপুরে। রুট পারমিট স্থগিত করার পর, বাসের রং আর নাম পাল্টে রাস্তায় নামার চেষ্টা করে তারা। স্থানীয়রা বলছেন ঘটনা জানাজানির পর সব বাস অন্য জায়গায় সরিয়ে নেয়া হয়েছে।
আর পুলিশ বলছে, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
এর আগে, রাজধানীর শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষাথীকে চাপা দেয়া জাবালে নুর পরিবহণের বিরুদ্ধেও নাম পাল্টানোর চেষ্টার অভিযোগ ওঠেছিল।