সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ০৮:৫৪ অপরাহ্ন
খবরের আলো রিপোটঃ
পুলিশের বাধার মুখে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়কের একাংশ অবরোধ করে বিক্ষোভ করছেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা। প্রধানমন্ত্রীর সাক্ষাতের উদ্দেশ্যে বৃহস্পতিবার সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু করলে পুলিশ তাতে বাধা দেয়।
নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের নেতারা জানান, গত বুধবার সকাল ১১টায় তারা এমপিও ভুক্তির দাবি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রার যে কর্মসূচি ছিল, তা পুলিশের অনুরোধে বাতিল ঘোষণা করেছেন শিক্ষকরা।
শিক্ষকরা বলেন, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে নিয়মতান্ত্রিকভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করে মানবিক আবেদন জানিয়ে আসছে। আন্দোলনের এক পর্যায়ে ২০১৮ সালের ৫ জানুয়ারি এক সংবাদ মাধ্যমে উপস্থিত প্রধানমন্ত্রীর একান্ত সচিব জানিয়েছিলেন, ‘প্রধানমন্ত্রী আপনাদের দাবি মেনে নিয়েছেন। অনশন ভেঙে আপনাদেরকে প্রতিষ্ঠানে ফিরে যেতে বলেছেন।’
শিক্ষকরা বলছেন এরপরও তাদের দাবি বাস্তবায়ন না হওয়ায় রাজপথে নেমেছেন। দাবি পূরণ না হওয়ায় বাধ্য হয়েই রাস্তায় নামতে হয়েছে বলে জানান তারা। এদিকে শিক্ষকদের প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছে মানুষ।