মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৩:১৯ অপরাহ্ন
খবরের আলো :
দেওয়ান মস্তফা কবির আমতলী , বরগুনা : বরগুনার আমতলী উপজেলা পরিষদ নির্বাচন জমে উঠেছে । প্রচারনায় মুখর আমতলীর ৭ ইউনিয়ন ও আমতলী পৌরসভা। উপজেলার বিভিন্ন হাট বাজার পথঘাট দোকান পাঠ ও চায়ের দোকানে আলোচনা একটাই কে হচ্ছেন চেয়ারম্যান ভাইস -চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান ।
আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব জিএম দেলওয়ার হোসেন (নৌকা) উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান (স্বতন্ত্র প্রতীক আনারস) সাবেক ইউপি চেয়ারম্যান সামসুদ্দিন আহমেদ ছজু ((স্বতন্ত্র প্রতীক ঘোড়া) উপজেলা আওয়ামী লীগ সদস্য গাজী সামসুল হক ((স্বতন্ত্র প্রতীক মটরসাইকেল) প্রতীকে প্রতিদ্ব›িদ্বতা করছেন।
ভাইস চেয়ারম্যান পুরুষ পদে লড়াই করছেন বর্তমান ভাইস-চেয়ারম্যান পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমান (টিয়া) সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম সামসুদ্দিন সানু (তালা) উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য সাবেক পৌরকাউন্সিলর মো. মোয়াজ্জেম হোসেন খান (টিউবয়েল) প্রতীকে প্রতিদ্ব›িদ্বতা করছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদিকা মোসা: মাকসুদা আক্তার জোসনা (হাঁস) আমতলী পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর মো. মনিরুল ইসলামের স্ত্রী মোসা: মাহমুদা পারভীন (পদ্মফুল) সাবেক মরহুম পৌর কাউন্সিলর মো. হারুন অর রশিদের স্ত্রী মোসা: তামান্না আফরোজ মনি (কলস) প্রতীকে প্রতিদ্বন্দিতা করছেন।
উপজেলার ৭টি ইউপির আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যনরা উপজেলা পরিষদ নির্বাচনী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জি এম দেলওয়ার হোসেনের নৌকা প্রতীকের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সামুসুদ্দিন আহমেদ ছজুর পক্ষ নেওয়ায় আওয়ামী লী দলীয় প্রার্থী আলহাজ্ব জি এম দেলওয়ার হোসেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান ও সামসুদ্দিন আহমেদ ছজুর মধ্যে চেয়ারম্যান পদে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীদের কর্মী সমার্থকরা উপজেলা বিভিন্ন হাটবাজারে গ্রামে গ্রামে দলে দলে তাদের প্রার্থীর পক্ষে গনসংযোগ চালিয়ে যাচ্ছেন।