রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০৭:৫৬ অপরাহ্ন
খবরের আলো :
স্টাফ রিপোর্টার,নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসনে খান বলেছেন, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তারা জণগনকে উন্নয়নের কথা বলে তাদের ক্ষতিগ্রস্থ করার জন্য চক্রান্ত করছে। এই চক্রান্তের অংশ হিসেবে তারা গ্যাসের মূল্য বৃদ্ধির চক্রান্ত করছে।
শনিবার (২৩ মার্চ) সকালে নারায়গঞ্জ প্রেসক্লাবের সামনে প্রস্তাবিত গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি মানববন্ধনে তিনি এসব বলেন।
এড. সাখাওয়াত আরো বলেন, গ্যাসের দাম বৃদ্ধির পদক্ষেপ সরকারের সম্পূর্ণ গণ বিরোধী পদক্ষেপ। এই পদক্ষেপ জনগণের পকেট কেটে রাষ্ট্রে কিছু ব্যক্তিদের লাভবান করার, ও দুর্নীতিকে আরো উৎসাহিত করার জন্য। সরকার জনগণের বিরুদ্ধে লেগেছে। তারা ১০ বছরে ৬ বার গ্যাসের দাম বৃদ্ধি করেছে। সর্বশেষ তারা এখন ১ হাজার ৪’শ ৫০ টাকার করার প্রস্তাব দিয়েছে। যা সম্পূর্ণ জনগণ স্বার্থবিরোধী। তাই বলতে চাই অবিলম্বে গণবিরোধী পদক্ষেপ প্রত্যাহার করবেন।
তিনি আরো বলেন, তিতাস গ্যাসের দুর্নীতি বন্ধ করতে পারলে আজ তারা লাভের মুখ দেখতে পারতো। আজ কয়েকজন ব্যক্তিকে লাভবান করার জন্য যে চক্রান্ত করছে তাই নারায়ণগঞ্জ নাগরিক কমিটি নারায়ণগঞ্জ বাসিকে নিয়ে দুর্বার আনন্দোলনের মাধ্যমে সরাকারে এই পদক্ষেপকে বিরত রাখতে বাধ্য করা হবে।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবি সিদ্দিকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- নাগরিক কমিটি সিনিয়র সভাপতি রফিউর রাব্বি, ফতুল্লা থানার সভাপতি সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল হাই, কার্যকরি পরিষদের সদস্য জামাল উদ্দিন, আওলাদ হোসেন, বাসদের নেতা আবু নাইম খান বিপ্লব, বিএনপি নেতা মহিউদ্দিন শিশির, মো: রোমান প্রমূখ। মানববন্ধনে সঞ্চলনা করেন দপ্তর সম্পাদক সরকার আসাদুলাহ।