শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৪:০৫ পূর্বাহ্ন
খবরের আলো :
জয়নাল আবেদীন,বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে রোববার (২৪ মার্চ) দুপুরে খরণদ্বীপ ইউনিয়নের এমদাদুল উলুম সিনিয়র মাদ্রাসা ভোটকেন্দ্রে বোয়ালখালি নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে নৌকা ও তালা প্রতীকে সিল মারা ব্যালট জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান, উপজেলার খরণদ্বীপ ইউনিয়নের এমদাদুল উলুম সিনিয়র মাদ্রাসা কেন্দ্র থেকে তালা প্রতীকে (ভাইস চেয়ারম্যান প্রার্থীর প্রতীক) সীল মারা ২৭টি ব্যালট এবং নৌকা প্রতীকে সীলমারা ২৫টি ব্যালট জব্দ করা হয়। ম্যাজিস্ট্রেট দেখে জাল ভোট দেয়া ব্যালট ফেলে জাল ভোট প্রদানকারীরা পালিয়ে যায়, পরে ব্যালটগুলো বাতিল করা হয় । তিনি আরো জানান, উপজেলা পরিষদ নির্বাচন অবাধ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো অনিয়ম কিংবা বিশৃঙ্খলা আমরা বরদাশত করবো না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে।