শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ১২:১৪ অপরাহ্ন
খবরের আলো :
মোঃ জাকির হোসেন : নির্বাচন জনগণের ভোট অধিকার আদায়ের একটি অংশ। সকল ভোটার তার নিজ পছন্দের প্রার্থীর যোগ্যতা অনুসারে বিজয়ী করার সিদ্ধান্ত গ্রহণ করে। তবে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কোন কারচুপি করার চিন্তা করলে ভুল করবেন সকল প্রার্থীর উদ্দেশ্যে ঢাকা জেলা পুলিশ সুপার। আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ধামরাই থানা কর্তৃক আয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এবং সুশীল শ্রেণীর ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় ধামরাই থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শফিউর রহমান বিপিএম (বার) পিপিএম। উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ সুপার বলেন, একটি অবাদ, সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া হবে জনগণকে। সাধারণ জনগণ নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করবে। জনগণের রায়ে যে প্রার্থী নির্বাচিত হবে সেই হবে উপজেলা চেয়ারম্যান। যদি কোন প্রার্থী অথবা প্রার্থীর কর্মী কিংবা সমর্থকরা ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা করার চেষ্টা করে, তবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এতে নির্বাচনী অবস্থার অবনতি দেখা দিলে আইন-শৃঙ্খলা বাহিনী সকল আইনি ব্যবস্থা অব্যাহত রাখবে। বিশেষ অতিথি, ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা। ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সাইদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) তাহমিদুল ইসলাম, এ সময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ সমর্থিত নৌকা মার্কার প্রার্থী ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান মিজান, স্বতন্ত্র আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী (আনারস প্রতীক) উপজেলা যুবলীগের সভাপতি বর্তমান ভাইস চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, নির্বাচন কমিশন অফিসার, ধামরাই থানার (ওসি তদন্ত) মোঃ কামাল হোসেন, ওসি অপারেশন মাসুদুর রহমানসহ সকল সাংবাদিকবৃন্দ।