খবরের আলো :
শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৯ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সদরের কদমতলা বাজার এলাকায় হাসান মার্কেটে ক্রাইম নিউজ ২৪ ডট নেট পত্রিকার আয়োজনে মফস্বল সম্পাদক সাংবাদিক সেলিম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, গরীব দুঃখী অসহায় মানুষকে মানবতার সেবার লক্ষ্যে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প বেশি বেশি দরকার। এসময় এমপি আয়োজকদেরকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এধরনের উদ্যোগকে ধন্যবাদ জানান।
বিমেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শেখ তৌহিদুর রহমান, নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কাদের কাদু, জেলা বঙ্গবন্ধু পেশাজীবি ফোরামের সভাপতি আব্দুল আলিম, জিয়ারুল ইসলাম, ডা. আক্কাস আলী, জারী শিল্পী আক্তার বয়াতী, জাহাঙ্গীর আলম, হারুন উর রশিদ, আব্দুল আলিম, ইউপি সদস্য আমেনা সুলতানা প্রমুখ। ফ্রি মেডিকেল ক্যাম্পের ডাক্তার ছিলেন লিস্টিন হেলথ মালদ্বীপ মেডিকেল অফিসার ডা. রিফাত আরা রশিদ।