রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০৯:৫৬ অপরাহ্ন
খবরের আলো :
স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু পেশাজীবী লীগ শরীয়তপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ ড. সরকার আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক শেখ জামাল আহমেদের স্বাক্ষরিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল হোসাইনকে আহ্বায়ক, এলিম পাহাড়কে যুগ্ম আহ্বায়ক এবং শরীয়তপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিনকে সদস্য সচিব করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ২৩ মার্চ ২০১৯ রবিবার অনুমোদন করা হয়। অন্যান্য সদস্যরা হলেন- মো. হুমায়ুন কবির শিকদার, মো. সজিব শরীফ, ফিরোজা ইসলাম, ডা. মো. চাঁন মিয়া শেখ, মোসা. ইরানি আক্তার, মো. হিমেল মিয়া, মো. হাকিম সরদার, মো. আতিকুল ইসলাম সরদার, নাজমা আক্তার, মো. জাহাঙ্গীর মাঝি, স্বপন কুমার মল্লিক, শ্রী শংকর বাড়ৈ, মো. মনির হোসেন মাদবর, মো. আল জাবের, রাজু বেপারী, কামরুল মাদবর, মো. সাকিবুল ইসলাম, মো. মামুন মাদবর, মো. রুবেল মোল্লা, নূরে আলম। আহ্বায়ক ইকবাল হোসাইন বলেন, ‘আমি স্মরণ করছি মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কৃতজ্ঞতা জানাই বঙ্গবন্ধু কন্যা, মানবতার মা সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। আরও কৃতজ্ঞতা জানাই বঙ্গবন্ধু পেশাজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ ড. সরকার আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শেখ জামাল আহমেদ ও সংগঠনিক সম্পাদক সাংবাদিক এফ রহমান রূপকের প্রতি শরীয়তপুর জেলায় এমন সুন্দর একটি কমিটি উপহার দেওয়ার জন্য। আমরা সব সময়ই জননেত্রীর হাতকে শক্তিশালী করতে কাজ করে যাবো।’ সদস্য সচিব সামিনা ইয়াসমিন বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম হয়েছিলো বলেই আজ আমি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হতে পেরেছি। স্বরণ করছি মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে। কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি। শরীয়তপুর জেলা বঙ্গবন্ধু পেশাজীবী লীগ শক্তিশালী করে গড়ে তোলার জন্য আমরা নিরলস কাজ করে যাবো।