শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৭:৪৯ পূর্বাহ্ন
খবরের আলো ডেস্ক :
৯৭১ সালে ইন্দিরা গাঁধী যে স্লোগান নিয়ে জিতেছিলেন, রাহুলও আজ সেই মন্ত্র সঙ্গী করলেন। প্রতিশ্রুতি দিলেন দেশের ৫ কোটি পরিবারকে মাসে ৬ হাজার টাকা দেওয়ার। যার আওতায় আসবেন প্রায় ২৫ কোটি গরিব মানুষ।
ন্যূনতম আয়ের ঘোষণা আগেই করেছিলেন রাহুল। আজ ওয়ার্কিং কমিটির বৈঠকের পর জানালেন টাকার অঙ্কটি। এই প্রকল্পের নাম প্রিয়ঙ্কা গাঁধী বঢরা দিয়েছেন ‘ন্যায়’, ‘ন্যূনতম আয় যোজনা’। কংগ্রেস বলছে, ভোটের লড়াই এখন রাহুলের ‘ন্যায়’ বনাম নরেন্দ্র মোদীর ‘অন্যায়’।
সম্প্রতি মোদী সরকার কৃষকদের বছরে ৬ হাজার টাকা দেওয়ার ঘোষণা করেছেন। রাহুল সব গরিব পরিবারকে মাসে ৬ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জানালেন, প্রতি পরিবারের ন্যূনতম মাসিক রোজগার ১২ হাজার টাকা করাই তার লক্ষ্য।
রাহুল বললেন, ‘আজ ঐতিহাসিক দিন। ৫ কোটি পরিবারকে বছরে ৭২ হাজার টাকা দেওয়া হবে। জাত-পাত-ধর্ম, শহর-গ্রাম নির্বিশেষে। টাকা যাবে সোজা ব্যাঙ্কে। এক দিকে অনিল অম্বানীর ভারত, অন্য দিকে গরিবের ভারত থাকবে না। নরেন্দ্র মোদী ধনীদের টাকা দিতে পারলে আমরা গরিবদের দেবো। দুনিয়ার সব থেকে বড় প্রকল্প হবে এটি।’সূত্র: আনন্দ বাজার