মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১, ০২:৫৪ পূর্বাহ্ন
খবরের আলো ডেস্ক :
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত সময় পার করেছেন। এবার সেই ফর্মকে আইপিএলেও টেনে আনলেন ক্রিস গেইল। স্ব-ঘোষিত ইউনিভার্স বস নিজ দল কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে প্রথম ম্যাচেই খেললেন ৪৭ বলে ৭৯ রানের ইনিংস।
জয়পুরে সোমবার রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয় পাঞ্জাব। গেইল তুলে নেন আইপিএলে নিজের ২৫তম ফিফটি। তাতে বড় পুঁজি পায় পাঞ্জাব। ৪ উইকেটে ১৮৪ রানের স্কোর গড়ে দলটি।
দারুণ এই ইনিংসে আইপিএলে দ্রুততম ৪ হাজার রানের কীর্তিও গড়ে ফেলেছেন গেইল। ১১২ ইনিংসে এই কৃতিত্ব দেখালেন ক্যারিবিয়ান তারকা। বিদেশি তারকাদের মধ্যে আইপিএলে চার হাজার রানের কীর্তি আছে শুধু ডেভিড ওয়ার্নারের। সব মিলে আইপিএলে ৪ হাজার রান আছে মোট ৯ ব্যাটসম্যানের। আইপিএলে গেইলের সেঞ্চুরির সংখ্যা ৫টি।
৩৯ বছর বয়সী গেইল বিপিএলে খেলতে এসে একরকম নিষ্প্রভই ছিলেন। ক্রিস গেইলকে চেনাই যায়নি বলতে গেলে। গেইল ফুরিয়ে গেছেন এমনও বলেছেন অনেকে। কিন্তু দেশে ফেরার পর ডাক পান ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে। আর সেই সিরিজেই দুর্দান্ত গেইলকে দেখে সবাই।
পাঁচ ওয়ানডেতে দুটি সেঞ্চুরি ও দুটি ফিফটি করেন গেইল। চতুর্থ ওয়ানডেতে ৯৭ বলে খেলেন ১৬২ রানরে ইনিংস।
ক্যারিয়ারে শেষ বেলায় যেন নিজেকে আগের রূপে মেলে ধরছেন এই তারকা। বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার ঘোষণা এরই মধ্যে দিয়ে দিয়েছেন গেইল।