শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৮:০৫ পূর্বাহ্ন
খবরের আলো :
হাবিবুর রহমান মাসুদ, পটুয়াখালী প্রতিনিধি : লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া নৈপুণ্যে বাংলাদেশের মর্যাদা রক্ষায় প্রতিটি ক্রীড়ামোদীদের ভ’মিকা রাখতে হবে। স্বাধীনতা দিবসের এই মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এক সাগর রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশকে পেয়েছি। এই দেশকে সমৃদ্ধ ও উন্নত জাতি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া নৈপুণ্যে সাফল্য অর্জন করে দেশের মর্যাদা বৃদ্ধি করতে হবে। উলানিয়া হাট স্কুল এন্ড কলেজ ৫৬ তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আইসিটি ইঞ্জিনিয়ার এসএম শাহজাদা এমপি। এছাড়াও সন্ত্রাস, জঙ্গী, মাদক প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা ও অগ্রগতির লক্ষ্যে কাজ করার আহŸান জানান এমপি শাহজাদা।
সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাবেক সভাপতি মো.হারুন অর রশিদ’র সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সর্দার শাহ্ আলম, রতনদীতালতলী ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা খান, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, গলাচিপা উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ জুয়েল, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শাহীন শাহ্, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আবিদ হাসান রুবেল, ছাত্রনেতা নিজাম উদ্দিন, উলানিয়া আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম ফরাজী ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সিকদার। স্বাগত বক্তব্য রাখেন উলানিয়া হাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহফুজুর রহমানসহ শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্য ও গণমাধ্যম কর্মীরা অংশ নেয়।