শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০১:৩৮ অপরাহ্ন
খবরের আলো :
মো. আসাদ মাহমুদ: দোহারের জয়পাড়া ডিগ্রী কলেজে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সকাল ১০ টায় উপজেলার জয়পাড়া ডিগ্রী কলেজের আয়োজনে একটি র্যালি বের করা হয়। র্যালিটি কলেজ প্রাঙ্গন থেকে শুরু করে উপজেলার বিশেষ-বিশেষ সড়ক পরিদর্শন করে আবার কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন জয়পাড়া কলেজের অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান, সহকারী অধ্যক্ষ তাপস কুমার নন্দী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ উদয় হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাদ্দাম, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজীব শরিফ সহ ছাত্রলীগের সকল নেতাকর্মী। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন জয়পাড়া কলেজের সকল শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। পরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধ মূলক স্বাধীনতা দিবসের আলোকে একটি নাটক মঞ্চায়িত হয়। ‘‘কালের পরিক্রমা’’ নামের এ নাটকটির লেখক জয়পাড়া কলেজের শিক্ষার্থী তাহমিনা আক্তার, কাজী মোহাইমিনুল ও মুকিম। মঞ্চায়িত নাটকটিতে অভিনয় করে জয়পাড়া ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা