শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৬:২৪ অপরাহ্ন
এবার জাতি উদ্যাপন করছে স্বাধীনতার ৪৮ বছরপূর্তি। বরাবরের মতো এবারও দেশজুড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্যাপিত হবে।সেই লক্ষে নারায়ণগঞ্জ জেলায় চাষাড়া বিজয় স্তম্ভে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। তোপধ্বনি শেষে বিজয় স্তম্ভে সকল শহীদদের স্মরণে পুস্পস্তবক অপর্ণ করবে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার। এরপর বিজয়স্তম্ভ সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে। সকাল ৮টায় ওসমানী পৌর স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় নারায়ণগঞ্জ সরকারী বালিক উচ্চ বিদ্যালয়ের মাঠে মহিলাদের অংশগ্রহণে থাকবে ক্রীড়া অনুষ্ঠান এবং নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৪টায় ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা প্রশাসন একাদশ বনাম জেলা ক্রীড়া সংস্থা একদাশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। সন্ধা সাড়ে ৬টায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হবে। এছাড়াও স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামীলীগ এবং এর অঙ্গসংগঠন ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করবে।