শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১, ১২:৪৮ অপরাহ্ন
খবরের আলো :
শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: সাতক্ষীরাস্থ ৩৩ বিজিবি ব্যাটলিয়নের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, কেককাটা ও প্রীতিভাজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের অদূর তালতলা বিজিবি ব্যাটলিয়েন হেডকোয়াটারে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্ণেল গোলাম মহিউদ্দীন খন্দকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আরশাদুজ্জামান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, ৩৩ বিজিবি ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মেজর ফজলে হোসেন, জাতীয় গোয়ন্দা সংস্থা (এন.এস.আই) সাতক্ষীরার অতিরিক্ত পরিচালক মোজাম্মেল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো: বদিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইলতুৎমিশ, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাধারন সম্পাদক মমতাজ আহমদ বাপী, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মেরিনা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে এ সময় বিজিবি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিকসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বিজিবি খুলনা সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আরশাদুজ্জামান খান এ সময় ৩৩ বিজিবির স্মরনীয় কিছু ঘটনার বর্ণণা এবং ভূয়েসী প্রশংসা করে বলেন, গত বছরের (২০১৮ সালের) ২০ মার্চ ৩৩ বিজিবি সাতক্ষীরার আসার পর তারা বিভিন্ন চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১ কাটি ২৪ লাখ ১৮ হাজার ৫৫০ টাকা মূল্যের মাদক এবং ১৮ কোটি ২৪ লাখ ৮০ হাজার ৩১২ টাকার বিভিন্ন চোরাচালানী পন্য আটক করতে সক্ষম হয়েছে।
আলোচনা সভা শেষে কেককাটা হয়। এরপর প্রীতিভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।