রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০২:৩৮ অপরাহ্ন
খবরের আলো :
শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ : দেশের দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার থেকে আবারও যথারীতি চলবে আমদানী-রপ্তানী কার্যক্রম। তবে, পাসপোর্ট যাত্রীরা এ সময় যথারীতি যাতায়াত করতে পারবেন।
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ২৬ মার্চ সরকারী ছুটি থাকায় বন্দরের সকল প্রকার আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রয়েছে। তিনি আারো জানান, আগামীকাল বুধবার থেকে আবারও যথারীতি চলবে ভোমরা স্থল-বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম।
ভোমরা স্থল-বন্দর শুল্ক ষ্টেশনের সহকারী পরিচালক মোঃ নিয়ামুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, বন্দরের আমাদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করছেন।