সোমবার, ০১ মার্চ ২০২১, ০৭:০৩ পূর্বাহ্ন
খবরের আলো ডেস্ক :
আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের প্রধান মেং হোংউইকে আটক রাখার কথা জানিয়েছে চীন।
বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়, আইনভঙ্গের কারণে চীনের দুর্নীতিবিরোধী সংস্থা তার বিরুদ্ধে তদন্ত করছে।
চীনা বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা মেং হোংউআই গত ২৫ সেপ্টেম্বরে ফ্রান্স থেকে চীনে যাওয়ার পর নিখোঁজ হন। মেং কোথায় আছেন, তা জানাতে চীনের সঙ্গে যোগাযোগ করা হলেও ইন্টারপোলকে এর আগে কিছু জানায়নি দেশটি।
গত শুক্রবার ফ্রান্সে তার নিখোঁজ সংবাদ প্রচার হওয়ার পর চীন এই প্রথম বিবৃতি দিয়ে মেং হোংউআইয়ের অবস্থান সম্পর্কে জানাল।
চীনের ন্যাশনাল সুপারভাইজরি কমিশন তাদের ওয়েবসাইটে একটি বিবৃতি দিয়ে মেংয়ের বিরুদ্ধে তদন্ত চলার কথা জানায়।
মেং হোংউআইকে আটক করার ঘটনা জানার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইন্টারপোল টুইটারে বলেছে, তারা পদত্যাগপত্র পেয়েছে। প্রতিষ্ঠানটির শর্ত অনুসারে দক্ষিণ কোরিয়ার কিম জং ইয়াংকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট করেছে।