শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১, ০২:১৫ অপরাহ্ন
খবরের আলো রিপোটঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসম্বা ইউনিয়নের সাড়ারপাড়া গ্রামের ৮ মেট্রিক টন কাবিখার চালের বরাদ্দের অর্থে ঈদগাহ মাঠের যাতায়াতের রাস্তার ইট সলিং এর সম্পূর্ন ইট তুলে নিয়ে গেলেন চেয়ারম্যান মুক্তার হোসেন মন্ডল তার বাড়িতে।
বুধবার সংবাদ পেয়ে সরজমিনে গেলে স্থানীয় সাড়ারপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিন মন্ডলের পুত্র সারোয়ার, মৃত কাজেম উদ্দিনের পুত্র জালাল ও কাশেমের স্ত্রী নিলুফা জানান, এটিই ঈদগাহ মাঠে যাওয়ার একমাত্র রাস্তা । বর্ষকালে সরু, লম্বা এ রাস্তাটি কাঁদা হয়। অনেক মুসল্লীই মাঠে যাওয়া-আসার পথে কাঁদা পানিতে পিচলে পড়ে খুশির দিনে নতুন কাপড় নষ্ট করে ফেলে।
এ জন্য দীর্ঘদিন থেকে গ্রামবাসী চেয়ারম্যান-মেম্বারকে অনুরোধ করে আসছিল রাস্তাটি সংস্কারের জন্য। কিছু দিন পূর্বে মাঠের এ রাস্তাটি ইট সলিং করা হয়। শুনেছি ৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। হঠাৎ করেই গত ৩ দিন ধরে ৪ জন শ্রমিক রাস্তার ইটগুলো তুলে ভ্যানযোগে চেয়ারম্যানে বাড়িতে নিয়ে গেছে। প্রকল্পের সভাপতি ইউপি সদস্য সাইফুল ইসলামের সঙ্গে ইট তোলার বিষয়ে কথা বলার জন্য মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টার করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
রাস্তার ইট তোলা বিষয়ে ইউপি চেয়ারম্যান মুক্তার মন্ডলের সাথে কথা বললে তিনি বলেন, ইঁদুরে মাটি তোলার কারণে ইট তুলে আমি বাড়িতে এনেছি। রাস্তার ইট তোলার ক্ষমতা আমার আছে। উপজেলা প্রকল্প বাস্তবায়বন কর্মকর্তা নূর-এ শেফা এর সঙ্গে রাস্তার ইট তোলার বিষয়ে কথা বললে তিনি বলেন, ১৮-১৯ অর্থ বছরের কাবিখার প্রকল্পের ১ম ধাপের ৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছিল এ রাস্তা ইট সলিং এর জন্য। ইট সলিং এর কাজের ছবি দেখিয়ে ৪ কিস্তির মধ্যে ৩ কিস্তির টাকা তুলে নিয়ে গেছে। রাস্তার ইট তুলে নিয়ে যাওয়ার সংবাদ পেয়ে ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছিলাম। রাস্তার ইট তোলার ক্ষমতা চেয়ারম্যানের নাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল আলমের সঙ্গে রাস্তার ইট তোলার বিষয়ে কথা বললে তিনি জানান, বিষয়টি প্রকল্প কর্মকর্তাকে আমি জানাব এবং তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য বলব।