বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১, ০৪:৩৩ পূর্বাহ্ন
খবরের আলো :
হাবিবুর রহমান মাসুদ, পটুয়াখালী প্রতিনিধি : মাস ব্যাপি হ্যান্ডবল প্রশিক্ষণ কর্মসুচির সমাপনী শেষে প্রশিক্ষন গ্রহনকারীদের মধ্যে সনদপত্র বিতরন করা হয়েছে। কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে পটুয়াখালী জেলা ক্রীড়া সংস্থা। বুধবার সকাল এগারটায় সমাপনী ও সনদ বিতরন অনুষ্ঠানে বিদ্যালয়ে প্রধান শিক্ষক খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা তানভীর হোসেন। এসময় অংশগ্রনকারী ত্রিশজন শিক্ষার্থীর মাঝে খেলার সামগ্রীসহ সনদপত্র বিতরন করা হয়।