রবিবার, ১০ জানুয়ারী ২০২১, ১০:৫১ অপরাহ্ন
খবরের আলো রিপোটঃ
রাজধানীর বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন থেকে বাঁচতে বেশ কয়েকজন টাওয়ার থেকে লাফ দিয়েছেন। এতে আহত হয়েছেন অনেকে। তবে এখনো নিহতের কোনো খবর পাওয়া যায়নি।
আগুন থেকে বাঁচতে বেশ কয়েকজন এফআর টাওয়ার থেকে লাফ দিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা এই তথ্য জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তারা আগুন লাগার পর কয়েকজনকে ওই বিল্ডিং থেকে লাফ দিয়ে দেখেছেন তারা। তবে সময় যাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডের কর্মীরা ধীরে ধীরে আটকে পড়া কয়েকজনকে নামিয়ে আনতে সক্ষম হন।
এই বহুতল ভবনে বহু মানুষ আটকা পড়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে থেমে থেমে এই আগুনের শিখা আবারও বাইরে থেকে দেখা যাচ্ছে। ভবনটির ছাদ থেকে আটকে পড়া মানুষ উদ্ধারের আর্তনাদ করছে।
এর আগে বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে রাজধানীর বনানীর বহুতল এফআর টাওয়ারে ভয়াবহ আগুন লাগে। আগুন থেকে বাঁচতে উপায় না পেয়ে কয়েকজন ব্যক্তিকে ভবনটির জানালা ভেঙ্গে লাফ দিতে দেখা যায়। নিচে পড়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করেন উপস্থিত লোকজন। এছাড়াও কয়েকজনকে ভবনের আশপাশে থাকা তার ধরে নিচে নামার চেষ্টা করতে দেখা যায়। তাদের কেউ কেউ নিচে পড়ে যান। ভবন থেকে নিচে পড়ে যাঁরা আহত হয়েছেন, তাঁদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের অষ্টম তলায় আগুন লেগেছে বলে তারা প্রথমে জানতে পারেন। পরে অন্য তলায়ও আগুন ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পুরো ভবন আগুন ও আগুন থেকে সৃষ্ট কালো ধোঁয়ায় ঢেকে যায়। ফলে ঠিক কোন কোন তলায় আগুন ছড়িয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বনটিতে রেস্তোরাঁ আছে। আছে অফিস। আগুন লাগার সময় ভবনের ভেতরে অনেক লোকজন ছিলেন।
এফআর টাওয়ার নামে ওই ২২ তলা ভবনটি বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে অবস্থিত। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হতাহতের কোনো নিশ্চিত তথ্যও জানা যায়নি। আগুন লাগা ওই ভবনে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনী উদ্ধার কাজে অংশ নিয়েছে।