রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০৯:১৮ অপরাহ্ন
খবরের আলো রিপোটঃ
রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
শনিবার দুপুরে এই মামলা করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
এর আগে শুক্রবার দুপুর ১২টার দিকে বনানীর অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করে করে ডিএমপি কমিশনার বলেছিলেন, পুলিশ অবশ্যই মামলা করবে। আইনের যথাযথ ধারায় মামলা করা হবে। বিল্ডিংয়ের নির্মাণ থেকে শুরু করে সবকিছু ঠিক ছিল না, তা দেখে মামলা করা হবে।
একই দিনে ঘটনাস্থল পরিদর্শন করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিম সাংবাদিকদের বলেন, এফ.আর টাওয়ার ভবনটিকে ১৮তলা ইমারত নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে ১৯৯৬ সালে। ২০০৫ সালে এসে রাজউকে একটা কপি দাখিল করে বলা হয় এটা ২৩ তলা হয়েছে। তদন্তে দেখা যায়, যে কপি ভবন কর্তৃপক্ষ দাখিল করেছে তার সমর্থনে রাজউকের রেকর্ডে কোথাও কোনো তথ্য-উপাত্ত নেই। এতে তদন্তে রিপোর্টে ধরে নেওয়া হয় ২৩ তলার যে নকশা ভবন কর্তৃপক্ষ দাখিল করেছে তা সঠিক নয় এবং মূল অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে। সে সময়ে রাজউক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা যারা ছিলেন, তাদের আমরা খুঁজে বের করার চেষ্টা করছি।
মন্ত্রী আরও বলেন, গাফিলতির কারণে দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড ঘটেছে। যারা ঘটনার সঙ্গে জড়িত থাকবে, যাদের কারণে এ নির্মম হত্যাকাণ্ড, তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব। কাউকে ছাড় দেওয়া হবে না।
বৃহস্পতিবার দুপুরে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে অবস্থিত বহুতল ভবন এফ.আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনটির নবম তলায় এ আগুন লাগে। অগ্নিকাণ্ডে ২৫ জন প্রাণ হারান। আহত হন অর্ধশতাধিক।