খবরের আলো :
মোঃমিজানুর রহমান,কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জের উত্তর পতনঊষায় রোববার সকালে বজ্রপাতে দুই বোনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন-উত্তর পতনউষার গ্রামের মোল্লা পাড়া জুনেদ মিয়ার দুই মেয়ে সাদিয়া আক্তার ও মুন্নী।
পতনঊষার ইউপি সদস্য নারায়ন মল্লিক সাগর বলেন,সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাড়ির উঠানে বের হয় দুই বোন।এসময় বজ্রপাত হলে এক বোন ঘটনাস্থলে মারা যান। অপর বোনকে আহত অবস্থায় মৌলভীবাজার হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।