শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ১০:২৮ অপরাহ্ন
খবরের আলো রিপোটঃ
পেট্রোবাংলা ও তিতাসের দুর্নীতি অর্ধেক কমলে গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন হবে না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। এছাড়া জ্বালানি খাতের দুর্নীতিরোধে দুদকের নেয়া পদক্ষেপের সমালোচনা করেছেন উচ্চ আদালত।
গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়ার বিরুদ্ধে এক রিটের শুনানিতে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ মন্তব্য করেন।
একইসঙ্গে বেশি দামে এলএনজি আমদানির বিষয়ে বিইআরসির বক্তব্য জানতে চাওয়া হয়েছে। এর আগে গত ১০ মার্চ থেকে ১৪ মার্চ গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে গণশুনানি করে বিইআরসি। আজ রিটের শুনানিতে উচ্চ আদালত বলেন, দাম বৃদ্ধির ক্ষেত্রে যেন আইনি প্রক্রিয়া এবং জনস্বার্থ উপেক্ষিত না হয়।