রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০৬:০৫ পূর্বাহ্ন
খবরের আলো ডেস্ক :
তুলুজের মাঠ থেকে কিলিয়ান এমবাপের একমাত্র গোলে ঘাম ঝরানো জয় নিয়ে ফিরেছে পিএসজি। ১-০ গোলের এই জয়ে লিগ ১’র শিরোপার আরও কাছে চলে গেল দলটি।
টমাস টুখেলের দল শীর্ষ ফ্রেঞ্চ টুর্নামেন্টে প্রথম ক্লাব হিসেবে ১০০ পয়েন্ট অর্জনের পথে। একই সঙ্গে ১১৮ গোলের রেকর্ড ভাঙার অপেক্ষায়। এই রেকর্ডটি ৫৯ বছরের পুরোনো। ১৯৫৯-৬০ মৌসুমে আরসি প্যারিস এই রেকর্ড গড়েছিল।
পিএসজি সামনের সপ্তাহে শিরোপা জিতে যাবে, যদি তারা রেসিং স্ট্রাসবুর্গকে হারাতে পারে এবং স্টাডে ডি রেইমসের বিপক্ষে দ্বিতীয় স্থানে থাকা লিলে জিততে ব্যর্থ হয়।
এদিন ম্যাচের একমাত্র গোলটি আসে ৭৪তম মিনিটে। এমবাপে মৌসুমে নিজের ২৭তম গোলটি করে দলের জয়ে অবদান রাখেন।
পিএসজি এখনো নেইমারকে পায়নি। ইনজুরি কাটিয়ে ফেরার লড়াইয়ে আছেন তিনি।