বুধবার, ১৩ জানুয়ারী ২০২১, ০১:৩৩ পূর্বাহ্ন
খবরের আলো :
রাজু হাওলাদারের স্টাফ রিপোর্টার : সাভারে সড়ক দূর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানার পুলিশ
সোমবার (০১ এপ্রিল) ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়াপুরে তুরাগ নামক একটি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।
সাভার মডেল থানার পুলিশ বলেন, ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন তুরাগ এলাকার মধুমতি মডেল টাউনের সামনে অজ্ঞাত গাড়ী চাপায় প্রাণ হারায় ওই পথচারী। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রস্তুতি চলছে বলে জানান।