মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ১১:০৬ অপরাহ্ন
খবরের আলো রিপোটঃ
নোয়াখালীর সেনবাগ উপজেলার মধ্য মোহাম্মদপুর গ্রামের ঠাকুর বাড়িতে গত রবিবার দিবাগত রাতে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মো. ইসমাইল হোসেন (৩৫) নামে এক শ্রমিক ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা গেছেন। সম্পূর্ণভাবে পুড়ে গেছে কারখানাটি। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনও জানা যায়নি।
নিহত ইসমাইলের বাড়ি জেলার সদর উপজেলার মান্নান নগর এলাকার সুল্লুকিয়া গ্রামে। সে ওই গ্রামের আবুল হাশেমের ছেলে। ইসমাইল দীর্ঘদিন ধরে ওই গ্রামের ঠাকুর বাড়ির নারায়ণ চক্রবর্তীর পুষ্পিতা প্লাস্টিক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতো।
খবর পেয়ে চৌমুহনী ও নোয়াখালী থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কারখানাটি সম্পূর্ণ রূপে পুড়ে যায়। এ ঘটনায় অর্ধ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন কারখানা মালিক।
সেনবাগ থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। তবে এ বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি তদন্ত রিপোর্ট পাওয়া যাবে। যার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে মৃতের ভাই এ ঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছেন। থানায় সে অভিযোগটি মামলা হিসেবে দায়ের করা হয়েছে।