রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০২:৩৭ পূর্বাহ্ন
খবরের আলো রিপোর্ট :
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচেন বিজয়ের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম আয়োজিত ‘নৌকার বিজয় সুনিশ্চিত করতে প্রবাসীদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
প্রবাসীদের উদ্দেশে এসময় এইচ টি ইমাম বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে নৌকাকে আমরা অবশ্যই বিজয়ী করব। কিন্তু মনে রাখতে হবে, আমাদের জন্য বিজয়ের কোনো বিকল্প নেই। সেই বিজয় আনতে হবে সংগঠিত হয়ে, পরিকল্পনা করে।’
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও মানুষের ঘরে ঘরে গিয়ে উন্নয়ন ও আওয়ামী লীগের পরিকল্পনার কথা মানুষকে জানাতে হবে। নিজেদের ভালো কাজ প্রচার করতে গিয়ে প্রতিদ্বন্দ্বিকে খারাপ বলবেন না।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিকে শক্ত করে ধরে রেখেছেন। প্রবাসীরা শ্রদ্ধার পাত্র।