বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০৬:৪৭ পূর্বাহ্ন
খবরের আলো :
আমতলী(জেলা )প্রতিনিধি , বরগুনা : বরগুনা আমতলী থানার সদ্য যোগদানকারী ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সাথে আমতলী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনু্ষ্িঠত হয়েছে।
রবিবার রাত ৮:০০ ঘটিকায় আমতলী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার কার্যালয়ে অনু্ষ্িঠত মতবিনিময় সভায় নবাগত ওসি মো: আবুল বাশার, ওসি (তদন্ত) মো. নুরুল ইসলাম বাদল,প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কবির,সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন,প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এন,এস,এস নির্বাহী পরিচালক শাহŸুদ্দিন পান্না,মো. জাকির হোসেন, রেজাউল করিম, জি এম মুসা , সাংবাদিক নাসির মাহামুদ,খালেদ মোশারফ সোহেল,মনিরুজ্জামান সুমন,সৈয়দ নূহু-উল আলম নবীন,হাবিবুর রহমান,সফিকুল হক সোহেল,মো: মহসীন মাতুব্বর, আবদুল্লাহ আল নোমান,সভায় নবাগত ওসি মো: আবুল বাশার উপস্থিত সাংবাদিকদেন সাথে শুভেচ্ছা বিনিময় করেন।মাদক নিয়ন্ত্রন,অপরাধ মূলক কার্যক্রম বন্ধ,আইন শৃংখলা নিয়ন্ত্রন সহ সকল ভাল কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা তাকে সর্বপ্রকার সহযোগিতা করার আশ্বাস দেন।