সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ০৫:৩৬ পূর্বাহ্ন
খবরের আলো :
শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: সাতক্ষীরা জেলা পুলিশের ও ক্রিয়া সংস্থা আয়োজনে এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহযোগিতায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা পর্যায়ের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আট দলীয় কাবাডি প্রতিযোগিতা-২০১৯ এর চাম্পিয়ান হয়েছে দেবহাটা থানা।
রবিবার বিকাল চারটায় শুরু হয় সাতক্ষীরা সদর থানা ও দেবহাটা থানার মধ্যকার ফাইনাল খেলা। সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান বিপিএম এর সভাপতিত্বে দুইদিন ব্যাপি আট দলীয় কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কিার তুলেদেন। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ, সহকারি পুলিশ সুপার সদর সার্কেল মেরিনা আক্তার, দেবহাটা সার্কেলের অপু সারয়ার সহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য, পুলিশ কর্মকর্তা, ক্রীড়ামোদী দর্শক।