সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ১২:৪৩ পূর্বাহ্ন
খবরের আলো রিপোটঃ
চট্টগ্রাম শাহআমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমানের টয়লেট থেকে পরিত্যাক্তবস্থায় ২শ টি স্বর্ণের বার (২৩ কেজি ওজনের) উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। সোমবার সকাল সাড়ে ১০টায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম স্বর্ণ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমান ফ্লাইট (বিজি-১২৮) এর টয়লেট পরিস্কার করার সময় ক্লিনারা টয়লেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় তল্লাশি করে ২৩ কেজি ৪০০ গ্রাম এসব স্বর্ণ পাওয়া যায়।
এঘটনায় বিমানের দুই কর্মচারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উদ্ধার করা এসব স্বর্ণের আনুমানিক মূল্য ১০ কোটি টাকা।