রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০৬:০১ অপরাহ্ন
খবরের আলো ডেস্ক :
আফগানিস্তানে তালেবানের হামলায় অন্তত ৩ মার্কিন সেনা নিহত হয়েছে। এছাড়া হামলায় একজন ঠিকাদারও নিহত হয়েছে বলে মার্কিন সেনা বাহিনীর তরফ থেকে বলা হয়েছে। খবর আল- জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দেশটির রাজধানী কাবুলের কাছে এ বিস্ফোরণ ঘটে। বাগরাম ঘাঁটির কাছে মার্কিন সেনাদের গাড়িবহর রাস্তার পাশে পুতে রাখা বোমায় আঘাত করলে বিস্ফোরণে ওই তিন সেনা মারা যায়।
এক বিবৃতিতে আফগান সামরিক বাহিনী জানিয়েছে, বোমা বিস্ফোরণে তিন সেনা নিহত হওয়ার পাশাপাশি আরো তিনজন আহত হয়েছে। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।
ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে তালেবান। তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, এ হামলা ছিল আত্মঘাতী গাড়ি হামলা। তালেবান বলেছে, তাদের একজন হামলাকারী বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে হামলা চালায়।
বাগরাম ঘাঁটি হচ্ছে আফগানিস্তানের মার্কিন সেনাদের প্রধান ঘাঁটি। এটা আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পারওয়ান প্রদেশে অবস্থিত।