রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৭:৩১ অপরাহ্ন
খবরের আলো রিপোর্ট :
দিনাজপুরের হিলিতে আরনু নামের একটি জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল আটটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস দল।তবে ফায়ার সার্ভিস আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করতে না পারলেও মিলে যান্ত্রিক সংঘর্ষের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা জানিয়েছে।মিল মালিকের দাবি ৮-১০ হাজার মণ পাট পুড়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।আরনু জুট মিল মালিক আলহাজ শেখ শাফি জানান, সকাল ছয়টায় মিলের প্রথম শিফট চালু হওয়ার পরে সকাল আটটার দিকে মিলের ভেতরে আগুন লাগে। মিলের ভেতরে পেছনের দিকে একটি মেশিনে সটসার্কিটের ঘটনা থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপরে আস্তে আস্তে আগুন পুরো এলাকায় ছড়িয়ে যায়। ফায়ার সার্ভিস একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।