সোমবার, ০১ অগাস্ট ২০২২, ১২:০৫ অপরাহ্ন
খবরের আলো ডেস্ক :
অন্তর্জাল তারকা পুনম পান্ডের সঙ্গে এবার রোমান্স করতে দেখা গেছে বলিউডের বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুরকে। তবে সেটা বাস্তবে নয়; ‘দ্য জার্নি অব কর্ম’ ছবিতে।
চলতি মাসের ২৬ তারিখ মুক্তি পেতে যাচ্ছে যৌনতায় টয়টম্বুর এ ছবিটি।
ছবিতে মায়ের আকাঙ্ক্ষা ও নিজের স্বপ্ন পূরণ করতে লড়াই করতে দেখা যাবে পুনম পান্ডেকে। সমস্যার রং আরও গাঢ় হয়, যখন একটি নির্দিষ্ট সময়ের ফ্রেমে স্বপ্ন পূরণ করতে বাধ্য হন তিনি।
যাহোক, ছবির ট্রেইলারে পুনম ও শক্তির রসায়ন দেখা গেছে, যা দর্শকের নজর কেড়েছে। পুনম তার সর্বোচ্চটুকু দিয়ে নিজের চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।
গত ১ অক্টোবর সূর্য এন্টারটেইনমেন্টের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এ ছবির ট্রেইলার প্রকাশ করা হয়। এ পর্যন্ত ৫৮ লাখ ২০ হাজারের বেশি মানুষ ট্রেইলারটি দেখেছে।
এ ছাড়া শনিবার (৬ অক্টোবর) এ ছবির ‘সুগার বিস্কুট’ গানটি ইউটিউবে মুক্তি দেয়া হয়। এ পর্যন্ত ৩৪ লাখ ২১ হাজারের বেশি মানুষ ভিডিওটি দেখেছে।
‘দ্য জার্নি অব কর্ম’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শক্তি কাপুর ও পুনম পান্ডে। সূর্য এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন জগবীর ধাহিয়া।