সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ১১:৫৮ পূর্বাহ্ন
খবরের আলো :
শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়নে উপ-নিবার্চনে নিবার্চিত চেয়ারম্যান আকলিমা খাতুন লাকী, ৩ নং ওয়ার্ডের সাইফুল ইসলাম ও ৬ নং নলতা ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য সালেহা বেগম এর শফত গ্রহন অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের নিবার্চিত চেয়ারম্যান আকলিমা খাতুন লাকীকে শফত বাক্য পাঠ করান সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। এদিকে একই দিনে কালিগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে কৃষ্ণনগর ৩ নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম ও নলতা ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য সালেহা বেগম কে শফত বাক্য পাঠ করান উপজেলা নিবার্হী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন। কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেন সন্ত্রাসীদের গুলিতে নিহত ও ৩ নং ওয়ার্ড সদস্য আব্দুল জলিলকে পিটিয়ে হত্যা এবং নলতা ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য স্বরসতী রানী অসুস্থ্য হয়ে মারা যাওয়ায় এ আসনগুলো শুন্য হয়ে যায়। বিধি মোতাবেক নির্বাচন কমিশন ২০১৯ সালের ২৮ ফেব্রয়ারী উপ-সম্পন্ন করেন।