বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১, ১১:০৩ পূর্বাহ্ন
খবরের আলো :
মহিউদ্দিন আহমেদ,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরের মুলাইদ গ্রামে বিদ্যুতায়িত হয়ে তারেক (২২) নামের এক কাঠ মিস্ত্রি (১২এপ্রিল) শুক্রবার বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত তারেকের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার মলিয়াটি গ্রামের মৃত ভুলু মিয়ার ছেলে। সে গাজীপুরের শ্রীপুরের মুলাইদ গ্রামে বাড়ি ভাড়া করে থেকে এই এলাকায় কাঠমিস্ত্রির কাজ করতো।
শ্রীপুর থানার উপপরিদর্শক জাকির হোসেন জানান,নিহত তারেক গতকাল বৃহস্পতিবার স্থানীয় কামরুল ইসলামের বাড়ির ঘরের চালে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে মারা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় কোন অভিযোগ করেনি।